কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের আলহাজ্ব নূর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
কলেজ শাখা ছাত্রলীগের উদ্যােগে বুধবার (৩১ জুলাই) কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভ ম আফতাবুল ইসলাম ভূঁইয়া।
প্রধান বক্তা ছিলেন কনকাপৈত ইউনিয়নে চেয়ারম্যান জাফর ইকবাল। কনকাপৈত আলহাজ্ব নূর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সভাপতি শহীদুল ইসলাম ফাহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল,
উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক কাউসার হানিফ শুভ, মহিউর রহমান জালাল, কাজী আল রাফি, নুরুল আলম, আবদুল মোতালেব, আরিফুর রহমান, ছাত্রলীগ নেতা মাছুম বিল্লাহ, কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহ আলম পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন,
যুবলীগের সভাপতি ইসমাঈল হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন ভুট্টু ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ্ আল ফরিদ, সাধারণ সম্পাদক মো. শাকিল মজুমদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ নবীন ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।