বিপিএলের আসন্ন আসরে মুশফিকুর রহিমকে আইকন ক্রিকেটার হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরইমধ্যে সবধরণের চুক্তি স্বাক্ষরও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার নাফিসা কামাল।
আগের আসরে দলটির আইকন ক্রিকেটার ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। ফাইনালে দারুণ একটি সেঞ্চুরি হাঁকিয়ে দলকে চ্যাম্পিয়নও করেন তিনি। তবে নতুন আসরের আগে খুলনা টাইটান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন তামিম। সে হিসেবেই মুশফিকুর রহিমের সঙ্গে চুক্তিস্বাক্ষর করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বর্তমান চ্যাম্পিয়নদেরকে প্রবাসীদের মাঝেও জনপ্রিয় করে তুলতে বৃহস্পতিবার লন্ডনে একটি প্রোগ্রামের আয়োজন করে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে এসব তথ্য তুলে ধরেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার নাফিসা কামাল।