হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকালে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে এ দু’টি কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে স্বেচ্ছসেবক লীগের উপজেলা কমিটিতে মো. দেলোয়ার হোসেন ফারুককে সভাপতি এবং মনিরুজ্জামানকে সেক্রেটারী করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের কমিটিতে মো. ফয়সাল সরকারকে সভাপতি এবং ফোরকানুল ইসলাম পলাশকে সেক্রেটারী করা হয়েছে।
কমিটি গঠন ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি সেলিমা আহমাদ। উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মহাসিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়রও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের আইন সম্পাদক,অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিনা আমির, পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।