বাংলাদেশের আকাশে ঈদুল আজহার চাঁদ দেখা গেছে। সে হিসাবে সারাদেশে আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে। শুক্রবার (০২ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করে।
এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। সভা শেষে জানানো হয়, বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ১২ আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
হিজরি বর্ষ পঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালন করা হয়।