হোমনা উপজেলা জাতীয় পার্টির ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত কমিটিতে এটিএম মঞ্জুরুল ইসলাম শামীমকে আহবায়ক, সরকার মুকল মাহমুদ, মোবারক হোসেন মিন্টু, মো. মালেক আফসারীকে যুগ্ন আহবায়ক এবং মোহাম্মদ মেহেদী হাসানকে সদস্য সচিব করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফর রেজা খোকন ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা জাতীয় পার্টির সেক্রেটারী সাবেক এমপি আমির হোসেন ভূইয়া কমিটি অনুমোদন করেছেন।
কুমিল্লা-২ আসনের সাবেক এমপি ও উত্তর জেলা জাতীয় পার্টির সেক্রেটারী আমির হোসেন ভূইয়া বলেন, হোমনা উপজেলা জাপার কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দলীয় কাজে গতিশীলতা আনার লক্ষ্যে এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
নব গঠিত আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো পূণ:গঠনসহ পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করে সন্মেলনের ব্যবস্থা করতে বলা হয়েছে।