কুমিল্লায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাসেল নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ২ পুলিশ সদস্য। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, একটি রামদা ও সাড়ে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করে।
বুধবার (২৮ আগস্ট) গভীর রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের দক্ষিণ বাগবের গ্রামের হারু মিয়ার ছেলে।
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন খান নতুন কুমিল্লা.কমকে এ তথ্য নিশ্চিত করে জানান, গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় কয়েজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ভাগা-ভাগি করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাদক কারবারিরা উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর হা ম লা চালায়। এতে আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ী রাসেল গুলি বিব্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, একটি রামদা ও সাড়ে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করে। নিহত রাসেল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ৮/১০টি মামলা রয়েছে বলেও ওসি মো. মাঈন উদ্দিন খান জানিয়েছেন।