কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন নোয়াপাড়ায় অভিযান চালিয়ে ৮ দালালকে আটক করেছে র্যাব।
আরও পড়ুন>>> কুমিল্লায় ইমানিয়া ও ডায়না বেকারিকে জরিমানা
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে পাসপোর্ট অফিস সংলগ্ন কে আলী মার্কেট ও ইউসুফ ম্যানশনে কুমিল্লা জেলা প্রশাসন ও র্যাব ১১ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন>>>কুমিল্লায় মশা মারতে আরো ১৮টি ফগার মেশিন
কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমার নতুন কুমিল্লা.কমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে র্যাব পাসপোর্ট অফিসে এক দল দালাল চক্র কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কে আলী মার্কেট ও ইউসুফ ম্যানশনে র্যার-১১ এর বিশেষ টিম অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন>>> কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
এসময় ওই মার্কেটের ৪টি প্রতিষ্ঠান থেকে সারে ৩শতাধিক পাসপোর্ট, বিপুল পরিমান নকল সীল, জাল সার্টিফিকেট ও সনদ সহ দালাল চক্রের ৮ সদস্যকে আটক করা হয়।
এ সময় মার্কেটের ৪টি প্রতিষ্ঠান থেকে ৩শ’ ৫০টি পাসপোর্ট এবং বিপুল পরিমান নকল সীল, জাল সার্টিফিকেট ও সনদ জব্দ করা হ য়।
আরও পড়ুন>>>কুমিল্লায় বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত দালালদের ৬ জনকে ১৫ দিন করে জেল এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জাকির হোসেন নামে এক জনকে দু’লক্ষ টাকা জরিমানা করা হয় এবং অপর এক জনকে নগদ ৫০হাজার জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও প্রতিষ্ঠানগুলোকে সীলগালা করে দেয়া হয়।
আরও পড়ুন>>> চৌদ্দগ্রামে বর্ডার হাটের স্থান পরিদর্শনে বাংলাদেশ-ভারতের প্রতিনিধি দল
জব্দকৃত পাসপোর্টগুলোর প্রকৃত মালিকদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে গ্রহণ করতে বলা হয়েছে এবং এধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে র্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন।