“চলো পাল্টাই” স্লোগানকে বাস্তবায়নের লক্ষে নাঙ্গলকোটে বৈশাখী সামাজক সাংস্কৃতিক সংগঠন কুমিল্লা জেলার আয়োজনে জ ঙ্গি ও মা দ ক নির্মূলে সাংস্কৃতিক অভিযাত্রা শনিবার (৭ সেপ্টেম্বর) নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ নুরুল্লা মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট পৌরসভা মেয়র আবদুল মালেক।
বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, সাবেক মেয়র মনিরুজ্জামান, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমন।
বক্তব্য রাখেন বৈশাখী সামাজিক সংগঠন সম্পাদক হেদায়েত রসুল মুসু, কলেজ ছাত্রলীগ সভাপতি ওবায়দুল হক, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন প্রমুখ।
আলোচনা সভাশেষ জঙ্গি ও মাদক নির্মূলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।