কুমিল্লা মহানগর ও শহরতলির বিভিন্ন এলাকায় মা দ কে র ব্যবহার বিপজ্জনকভাবে বেড়েই চলছে। বিভিন্ন স্থানে মা দ কে র নে শা য় বুঁদ হয়ে পড়েন তরুণ থেকে বয়স্করাও। এদের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যাই বেশি।
মা দ কে র টাকা সংগ্রহ করতে গিয়ে কেউ কেউ পকেটমার, ছি ন তা ই, চু রি সহ নানা অ প রা ধে র সঙ্গে জড়িয়ে পড়েন। একাধিক পরিবারের বাবা-মা কান্নাজড়িত কণ্ঠে জানান, মা দ কা স ক্ত সন্তানের উত্পীড়ন ও কর্মকাণ্ডে সামাজিকভাবে তারা হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং লোকলজ্জায় মুখ দেখাতে পারছেন না।
আরও পড়ুন>>>কুমিল্লায় দৃষ্টিনন্দন ‘আল্লাহু চত্বর’র শুভ উদ্বোধন
অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লা নগরীর ছোটরা এলাকার এক প্রকৌশলীর ছেলে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণিতে ছিলেন প্রথম। তিনি ১৯৯৫ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসিতে সম্মিলিত মেধাতালিকায় ১৮তম স্থান অর্জন করেন। কিন্তু এইচএসসিতে ভর্তি হওয়ার পর তিনি মা দ কা স ক্ত হয়ে পড়েন।
এক রাতে কুমিল্লা শহরতলির দৌলতপুর এলাকায় মা দ ক সে ব ন করতে গেলে পুলিশ তাকে ধাওয়া দিলে তিনি পুকুরে ঝাঁপ দেন। পরদিন সকালে ঐ পুকুরে তার লাশ ভেসে ওঠে। এছাড়া গত বছরের ১ ফেব্রুয়ারি মুখে কাপড় বেঁধে হাতে ছু রি নিয়ে কুমিল্লার আদালতে প্রবেশ করেন নারী ও শিশু নি র্যা ত ন আদালতের এক পাবলিক প্রসিকিউটরের মা দ কা স ক্ত ছেলে।
আরও পড়ুন>>> দক্ষিণ আফ্রিকায় কুমিল্লার ইকবাকে গু লি করে হ ত্যা
নে শা য় বুঁদ হয়ে ঐ তরুণ বিচারকের দিকে ছুরি নিয়ে তেড়ে যান। পরে পুলিশ এসে তাকে আটক করে। এমন আরো অনেক মা দ ক সে বী আছেন কুমিল্লা শহরে। এই সন্তানদের নিয়ে অতিষ্ঠ অভিভাবক ও পরিবারের সদস্যরা।
কজন নারী অভিভাবক বলেন, ‘ছেলের বাবা প্রবাসে থাকেন, শহরের একটি স্কুলে একাদশ শ্রেণি পর্যন্ত ছেলেটি ভালো ছাত্র ছিল। কখন যে পাড়ার মা দ কা স ক্ত ছেলেদের সঙ্গে জড়িয়ে ফে ন সি ডি লে আ স ক্ত হয়ে পড়ল টেরই পেলাম না।
আরও পড়ুন>>> কুমিল্লায় বিজিবি-বিএসএফের মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত
নিরুপায় হয়ে এখন তাকে একটি মা দ কা স ক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করে সংশোধনের চেষ্টা করছি।’ শহর ও শহরতলির অন্তত ১২টি পরিবারের সঙ্গে কথা বলে মাদকাসক্ত সন্তানের জন্য তাদের অসহায়ত্বের নানা তথ্য জানা গেছে।
কুমিল্লায় বিজিবি, র্যাব, ডিবি ও থানা পুলিশের সঙ্গে ‘ব ন্দু ক যু দ্ধে’ গত বছরের জুনে ১৪ জন, গাড়ি চাপায় একজন এবং গত ২৮ আগস্ট একজনসহ মোট ১৬ জন মা দ ক ব্যবসায়ী নিহত হয়েছেন। কিন্তু এতেও যেন থামছে না মা দ কে র প্রসার।
খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লার মা দ কা স ক্তি চিকিত্সা কেন্দ্রগুলোতে যারা চিকিত্সা (সংশোধন) নিচ্ছেন কিংবা ভর্তি হতে আসছেন তাদের মধ্যে প্রায় ৮০ ভাগই ইয়াবাসেবী।
দর্পণ মা দ কা স ক্তি চিকিত্সা ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক গোলাম মহিউদ্দিন নতুন কুমিল্লা.কমকে জানান, ‘মা দ ক সে বী র বেশির ভাগই ই য়া বা য় আ স ক্ত। ই য়া বা র আ স ক্তি তে নানা বয়সের মানুষের স্বপ্নময় জীবন নিঃশেষ হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।’
আরও পড়ুন>>> ক্যান্সারকে জয় করেও শেষ রক্ষা হলোনা এএসআই আকতারের
মনোরোগ বিশেষজ্ঞ ডা. মহাদেব চন্দ্র মন্ডল নতুন কুমিল্লা.কমকে বলেন, ‘প্রতিমাসে এক-দুই বার আমি ঢাকা থেকে কুমিল্লায় একটি মা দ কা স ক্তি চিকিত্সা কেন্দ্রে রোগী দেখতে আসি। এখানে তরুণ-যুবকরা ই য়া বা য় সবচেয়ে বেশি আসক্ত। যাদের অনেকেই শিক্ষার্থী।’
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আবদুল্লাহ আল-মামুন নতুন কুমিল্লা.কমকে বলেন, ‘মা দ কে র উত্সমুখ বন্ধ করতে হবে। সীমান্ত দিয়ে যেন কোনোভাবেই মা দ ক ঢুকতে না পারে, সে ব্যবস্থা করতে হবে। মা দ ক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী জিরো টলারেন্স দেখিয়ে দায়িত্ব পালন করছে। তবে সন্তানকে মা দ কে র ছোবল থেকে রক্ষা করতে সবার আগে পরিবার ও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে।