এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির উদ্যোগে কুমিল্লা ছায়াবিতান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম (হাত ধৌয়ার) অায়োজন করা হয়।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্কুল আঙ্গনায় এ কর্মসূচি পালন করা হয়।
সেবা পরিচালক এপে. গিয়াস উদ্দিন সোহেলের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ এপে. কেফায়েত উল্লাহ্ মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির সভাপতি এপে. জি এম সামদানী, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এপে. অাব্বাস উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র সহ-সভাপতি এপে. অারিফুল ইসলাম, এপে. চৌধুরী মোহাম্মদ অাহাদ, এপে. তৌহিদ হোসেন সরকার, এপে. মোফতার অাহমেদ সোহাগ, সার্জেন্ট এ্যাট অার্মস এপে. অাবু ইউসুফ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন, পাঁচ বছরের কম বয়সী অসংখ্য শিশু শুধুমাত্র ডায়রিয়া ও কলেরা অাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। প্রতিদিন খাওয়ার অাগে ও পরে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়াজনিত সমস্যাগুলোকে হয়তো অনেকাংশ কমিয়ে অানা সম্ভব।
তিনি সকল ছাত্র ছাত্রীকে প্রতিদিন হাত ধোয়ার জন্য লিক্যুইড হ্যান্ডওয়াশ অথবা সাবান ব্যবহার করতে বলেন।