মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর ব্লাড ব্যাংক (অনলাইন) এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা দৌলতপুর তামিরুল উম্মাহ মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ফ্রি ব্লাড গ্রুপিং এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ মাহফুজুর রহমান।
ব্লাড ব্যাংকের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন বশির এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাজী মহসিন কামাল ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিরুল উম্মাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রাশেদুল হক ।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন এনাম প্রমুখ ।
উক্ত অনুষ্ঠানে প্রায় ২’শ শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকমন্ডলীর ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়। সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ৪টি গ্রুপে অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।