গভীর রাতে উপজেলার বিভিন্ন বাজার ও পাড়া মহল্লায় ঘুরে ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরন করছেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা।
তিনি গত শনিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত হোমনা বাজার, টেকের বাজার আশ্রয়ণ প্রকল্প, ঘাড়মোড়া বাজার, হোমনা পুরাতন ও নতুন বাসস্ট্যান্ড এলাকার ছিন্নমূল শীতার্তদের মাঝে সরকারিভাবে দেয়া সাত শতাধিক কম্বল বিতরন করেছেন।
এ সময় তার সাথে উপজেলা কৃষি কর্মকর্তা মোতাহার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সাথে থাকছেন।
ইউএনও তাপ্তি চাকমা বলেন, অসহায় ও হতদরিদ্র মানুুষগুলো যখন শীতে কাঁপছে তখন কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরে ভাল লাগছে। তিনি সরকারের পাশাপাশি এলাকার ধনাঢ্য ব্যক্তিদেরকেও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।