বল্যবিয়ে করবনা- বাল্যবিয়ে দেবনা, আমরা যৌন হয়রানীর বিরুদ্ধে লড়ছি- লড়ব’-এ শ্লোগান নিয়ে দেবিদ্বারে নিজেরা করি সংস্থার সহযোগীতায় কিশোর- কিশোরী- অভিভাবক সমাবেশ করেছে রসুলপুর ভূমিহীন সংগঠন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সমাবেশ করা হয়। ‘বল্যবিয়ে করবনা- বাল্যবিয়ে দেবনা, আমরা যৌন হয়রানীর বিরুদ্ধে লড়ছি- লড়ব’-এ শ্লোগান সম্বলিত গেঞ্জি, পোষ্টার, প্লেকার্ড সহ বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত করে সমাবেশে উপস্থিত হন প্রায় ৫ শতাধিক কিশোর- কিশোরী ও অভিভাবক সহ বিভিন্ন পেশার লোকজন।
জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন শেষে কিশোরী রোকেয়া আক্তার’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রবীণ শিক্ষক সৈয়দ আলী মাষ্টার কিশোর- কিশোরীদের এবং ভূমিহীন নেতা হান্নান মূন্সী অভিভাবকদের বাল্যবিয়ে, মাদক, সন্ত্রাস, যৌণহয়রানী, শোষণ-নিপিড়ন, ঘূষ- দূর্নীতি, কু-শিক্ষা, অপ-সংস্কৃতি, অপ-রাজনীতি প্রতিরোধে শপথবাক্য পাঠ করান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,- সাংবাদিক এ,বি,এম আতিকুর রহমান বাশার, নিজেরা করি সংস্থা কেন্দ্রীয় সংগঠক ফরহাদ হোসেন, স্থানীয় রসুলপুর সংগঠক সুপ্রিয়া মন্ডল, ভূমিহীন রসুলপুর ইউনিয়ন সভাপতি মোঃ ফজর আলী মেম্বার, কিশোর আশিকুর রহমান।
উপস্থি ছিলেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পরেশ কর, নিজেরা করি সংস্থা কেন্দ্রীয় সংগঠক কাজী ফাতেমা, কুমিল্লা জেলা সভাপতি আব্দুল জব্বার কর, চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়ক খায়রুল হোসেন, ভূমিহীন সংগঠন’র অঞ্চল সভাপতি বাতেন মিয়া, প্রবীণ শিক্ষক সূনীল দত্ত প্রমূখ গন্যমান্য ব্যক্তিবর্গ।
ব্যতিক্রমী এ আয়োজনে আলোচনার ফাঁকে ফাঁকে দেশাত্মবোধক গান, জারী- সারি, আবৃতি পরিবেশনে দর্শক শ্রোতাদের মধ্যে জাগরণ সৃষ্টিতে এক অনবদ্য অবদান সৃষ্টি করেছে। সন্ধ্যার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘শিকল ভাঙ্গার গান’ নাটক মঞ্চস্থ করা হয়। কয়েক হাজার দর্শক শ্রোতা উক্ত অনুষ্ঠানটি উপভোগ করেন।