দীর্ঘদিন পর বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে রচিত কোন বই পড়লাম। ইংরেজি সাহিত্যে পড়াশোনা করা অবস্থায় প্রচুর রেফারেন্স বই পড়তে হতো আমাদের সেই সাথে আমার বই পড়ার একটা ঝোঁক সেই ছাত্র জীবন থেকেই ছিল। দেশী-বিদেশী বিভিন্ন গল্প উপন্যাস কবিতা প্রবন্ধ ও জীবনীগ্রন্থ সহ অনুপ্রেরণা মূলক বই সংগ্রহে আছে এবং তা নিয়মিত পড়ি।
মাঝখানে প্রবাসে এসে এই ধারায় কিছুটা ভাঁটা পড়েছে সময়ের অভাবে। এই বছরের অমর একুশে বই মেলায় ইটালি প্রবাসী ও অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জমির হোসেনের বই “প্রবাসে মেঘ জ্যোৎস্না” পাঠ উন্মোচন হয়েছে। পরবাসে ঘটে যাওয়া নানান করুন ঘটনা, সুখ দুঃখ আনন্দ বেদনা, ভাল মন্দ সুবিধা অসুবিধা, প্রবাসে পরিবার পরিজন, রাজনীতি সমাজনীতি অর্থনীতি, আমাদের অর্জন ও সমস্যা, বিভিন্ন ভ্রমণ কাহিনি, ইউরোপের জীবনযাপন ইটালি তথা সমগ্র প্রবাসের চিত্র অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তার বইটিতে।
একজন প্রবাসী হিসেবে বইটি পড়ে অনুধাবন করেছি এই যেন আমারও মনের কথা যা কখনো ভাষায় রূপ দিতে পারিনি। জমির হোসেন তার অসাধারণ লেখনীর মাধ্যমে সহজ সরল ভাবে উপস্থাপনা করেছেন প্রবাস জীনবের বাস্তব চিত্র। সাথে সাথে বিস্তর তথ্য তত্ত্ব ও উপাত্ত দিয়ে তুলনা করেছেন বাংলাদেশ ও ইটালি তথা ইউরোপের সামগ্রিক জীবন ব্যবস্থা। সেসবের প্রতিফলন দেখতে পাওয়া যায়, ভুল রাজনীতি, প্রবাসে মরেও শান্তি নেই, মাকে বেশি মনে পড়ে ও একটি ইতালিয়ান পাসপোর্টের গল্প ইত্যাদি লেখায়।
বিভিন্ন সমস্যার কথা তিনি তুলে ধরার পাশাপাশি সেসবের প্রতিকার নিয়েও কথা বলেছেন। তাছাড়া প্রবাসের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সম্ভাবনা কিভাবে কাজে লাগানো যায় তার সুনির্দিষ্ট পরামর্শ রয়েছে তার লেখাতে। যেমন, রাতের আঁধারে যে দেশে নারীরা নিরাপদ, ইতালিতে বাংলাদেশিরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রনোদনা কি প্রবাসীদের সমস্যার সমাধান? ইত্যাদি লেখায়। প্রবাস জীবনের শত ব্যস্ততার মাঝেও তার লেখনীর মাধ্যমে কমিউনিটির উন্নয়নে জমির হোসেন কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে।
তার বিভিন্ন লেখায় প্রবাস জীনবের সত্যিকারের ইতিবৃত্ত এবং নানান দুঃখ বেদনার চিত্র গভীরভাবে উপস্থাপন করেছেন। পাশাপাশি দেশেও ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রতি দৃষ্টিপাত করেছেন। নারী ধর্ষন সমাজের অবক্ষয়, খাদ্যে ভেজাল বন্ধ করতেই হবে এবং শ্রমিকদের মূল্য নেই ইত্যাদি লেখায়। সেই সাথে সরকার ও কতৃপক্ষের নিকট আকুল আবেদন করেছেন এসবের প্রতিকারে প্রয়োজনীয় কার্যকরি ব্যবস্থা গ্রহনে এবং সামাজিক সচেতনতা তৈরিতে।
এক্ষেত্রে তিনি বার বার প্রবাসে বাংলাদেশী রাজনীতির ভুল ধিক গুলো তুলে ধরেছেন এবং এ থেকে উত্তরণের পথও দেখিয়েছেন। প্রবাসে কমিউনিটির কোন একটি ভাল কাজ যেমন সবাইকে আনন্দিত করে তেমনিভাবে যেকোন খারাপ বা ভুল কাজের পরিণতিও দেখিয়েছেন তার রাজনীতি ও বাসাভাড়া লেখার মাধ্যমে। উদাহরণ স্বরূপ উল্লেখ করেছেন রোম শহরে বাংলাদেশিদের বাসা ভাড়া সংকট কতটা প্রকট।
পরিবার পরিজন বিহীন খয়ে যাওয়া লক্ষ কোটি যুবকের আর্তনাদের গল্প প্রবাসে মেঘ জ্যোৎস্না। পরিবারের চাহিদা পূরনে এবং তাদের মুখে হাসি ফুটাতে ঈদের আনন্দ বিহীন বছরের পর বছর কাটানো যুবকদের গল্প প্রবাসে মেঘ জ্যোৎস্না। এমনকি যারা পরিবার নিয়ে পরবাসে থাকে তাদের সঠিক সংগ্রামের ইতিহাস ও বইটিতে পাওয়া যায় বিভিন্ন লেখায়।
বাংলাদেশের বিভিন্ন অনিয়ম বিশেষ করে নৈতিক অবক্ষয় ও নারী নির্যাতনের মত নিকৃষ্ট ঘটনার বর্ননা করেছেন এবং তুলনা করেছেন ইটালি তথা সমগ্র ইউরোপে নারীরা কতটুকু নিরাপদ। রাতের আঁধারে যে দেশে নারীরা নিরাপদ লেখায় ইটালির নারীদের অবাধ চলাফেরা ও ব্যক্তিগত নিরাপত্তার কথা বলেছেন। সাথে সাথে তথ্য উপাত্ত দিয়ে তুলনা করেছেন আমাদের দেশের নারীদের ব্যক্তি স্বাধীনতা ও চলাচলে কতটা ঝুঁকি রয়েছে।
শত ব্যস্ততার মাঝেও সময় ফেলে গুরে বেড়িয়েছেন ইটালি এবং ইউরোপের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। সেগুলো স্পষ্ট চাপ পাওয়া যায় লেখকের ভ্রমন কাহিনি গুলো পড়ে। ইতালির ভেনিস অপরূপ সুন্দর, স্বপ্নের শহর লন্ডন দেখে এলাম ও টেনেরিফ দ্বীপে ইত্যাদি লেখায় তার ভ্রমণ অভিজ্ঞতা পাওয়া যায়। তিনি শুধু ভ্রমনই করেননি বরং জানান চেষ্টা করেছেন সেখানকার ইতিহাস ঐতিহ্য এবং তা তথ্য উপাত্ত সহ উপস্থাপন করেছেন পাঠকদের কাছে। বইয়ের ভ্রমন কাহিনি সমূহ পড়লে তা অনুধাবন করা যায়।
রচনার ক্ষেত্রে তিনি সহজ সরল ও প্রাঞ্জল শব্দ চয়ন করেছেন। বাক্য গঠনে আধুনিক চলিত রীতি অনুসরণ করেছেন ফলে সকল শ্রেনীর পাঠকের কাছে তা সহজবোধ্য হবে এবং পাঠক প্রিয়তা পাবে বলে আশা প্রকাশ করছি। উদাহরণ স্বরূপ উল্লেখ করা যায় ‘ইটালির আকাশে কবে উড়বে বলাকা’র কিছু অংশ, যন্ত্রণার কষাঘাতে যান্ত্রিক মেশিনের মত জীবন মাঝে মাঝে থমকে যায়। আবার কখনও কখনও অমাবস্যার চাঁদ রূপে চেপে বসে হৃদয়ের মাঝে। এরপরেও স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সংগ্রম করতে হয় প্রবাসে।
এক কথায় জমির হোসেনের প্রবাসে মেঘ জ্যোৎস্না প্রবাস দর্পন বলে মনে হয়েছে। তার লেখায় প্রবাসের সত্যিকারের সংগ্রাম ও জীবন চিত্র ফুটে উঠেছে। যদিও লেখক ইউরোপের অতি উন্নত একটি দেশের প্রবাসী কিন্তু তার লেখা সমূহ সমগ্র প্রবাসীদের মনের অব্যক্ত কথামালা ফুটে উঠেছে। আপনারাও বইটি সংগ্রহে রাখতে পারেন। বই মেলার চৈতন্য প্রকাশনীর ২৫০/২৫১ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
লেখক: পর্তুগাল প্রবাসী সাংবাদিক