সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এম.পির নির্দেশে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামের কৃতি সন্তান ডাঃ মজিবুর রহমান মিয়াজী ও শামিমুর রহমান মিয়াজীর উদ্দ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া হত-দরিদ্র অসহায়, মধ্যবিত্ত ও নিন্মবিত্ত তিন শতাধিক পরিবারে মাঝে পবিত্র মাহে রমজান মাসের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়াও শামিমুর রহমান মিয়াজী গোপনে অসহায় পরিবারের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন গুণবতী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিমেল মাহমুদ রাসেল , উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হাসান, সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ মিয়াজী।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা আইন কলেজের মেধাবী ছাত্র তরুণ ছাত্রনেতা মহিন উদ্দিন, ওয়ার্ড যুবলীগের সভাপতি জামাল উদ্দিন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক ফরায়জী প্রমুখ।