কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারস্থ মুজিবুল হক এমপির কার্যালয়ে অসহায় ব্যক্তি ও পরিবারের খাদ্য সঙ্কট নিরসনে একটি তথ্য কেন্দ্র চালু করা হয়েছে।
মুজিবুল হক এমপির ব্যক্তিগত সহকারী এস এন ইউসুফ শনিবার (২৫ এপ্রিল) সকালে নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন
জানা গেছে, করোনা ভাইরাস জনিত সঙ্কট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলার ওয়ার্ড পর্যন্ত দলমত নির্বিশেষ প্রকৃত অসহায়, দুঃস্থ ও গরীব পরিবারের মাঝে বিতরণের জন্য প্রচুর ত্রাণ সামগ্রী বরাদ্দ করেছেন এবং ভবিষ্যতেও করবেন।
এর পাশাপাশি স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও স্বচ্ছল ব্যক্তিবর্গ নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
তারপরও যদি কোন অসহায়, দুঃস্থ ও গরীব মানুষ খাবারের অভাবে কষ্টে থাকেন এবং কোনরূপ সাহায্য সহযোগিতা না পেয়ে থাকে তাদেরকে মুজিবুল হক এমপির কার্যালয়ের তথ্য কেন্দ্রে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। যোগাযোগের পর অল্প সময়ের মধ্যে অসহায় ব্যক্তি ও তার পরিবারের নিকট খাবার পৌছানোর ব্যবস্থা নেয়া হবে।
যোগাযোগ:
নান্টু দেবনাথ-০১৭৭৫৬৪১৬৭৯
আলমগীর হোসেন বিপ্লব-০১৭১১৩৯৬৮২৫
আবদুল জলিল রিপন-০১৭৩৩-১৪৩৩১৩