সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি ও পৌর মেয়র মিজানুর রহমানের নির্দেশে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামালের নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাসের মহামারীতে ৯নং ওয়ার্ডের বীরচন্দ্রনগর, নাটাপাড়া, বালুজুড়ি, নোয়াপাড়া, দক্ষিণ নোয়াপাড়া ও রামচন্দ্রপুর গ্রামের অসহায় হতদরিদ্র, পঙ্গু, দিনমজুর, শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক, মোটর শ্রমিকদের অন্তত দুই শতাধিক পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন।
কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন
শুক্রবার ও শনিবার (২৫ এপ্রিল) ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিতিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, প্যানেল মেয়র কাজী নজরুল ইসলাম কামাল, ঢাকা মহানগর উত্তরে ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদ ইমরান হোসেন ফরহাদ, পৌরসভা ছাত্রলীগের প্রভাবশালী নেতা কাজী বাপ্পী, বিশিষ্ট সমাজ সেবক ফটিক মিয়া, ছাত্রলীগ নেতা ডালিম, শফিউল আলম ও শাহাদাতসহ এলাকার স্থানীয় গণমান্য নেতৃবৃন্দ।