করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় রমজানের তারাবীর নামাজে মসজিদে ইমামসহ সবোচ্চ ১২ জন মুসল্লি নামাজ পড়ার কথা থাকলেও কুমিল্লার মনোহরগঞ্জে এমনটা মানা হয়নি।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে প্রথম তারাবী নামাজে কুমিল্লার মনোহরগঞ্জের মসজিদগুলোতে মুসল্লিদের অংশগ্রহণের আধিক্যের খবর পাওয়া গেছে।
কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন
নাম প্রকাশে অনিচ্ছুক মনোহরগঞ্জের একাধিক মসজিদের ইমাম জানিয়েছেন, নামাজরত অবস্থায় কেউ কাতারে এসে দাঁড়িয়ে গেলে তাদের মসজিদ থেকে বের করে দেয়া যায় না। এতে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে মুসল্লিরাও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন না করায় প্রত্যেক মসজিদে একসাথে এত লোক সমাগম হচ্ছে।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, বিষয়টি সকল মসজিদের ইমামকে সরকারি নীতিমালা মেনে চলতে মৌখিকভাবে জানানো হয়েছে ও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) জনসচেতনতা বার্তা পাঠানো হয়েছে।
সূত্র: ইত্তেফাক