কুমিল্লার নাঙ্গলকোটে পিকআপ ভ্যানের চাপায় আবু কাউসার শাহীন (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
আজ রোববার (১০ মে) দুপুরে নাঙ্গলকোট পৌর এলাকার আল্ট্রা মডার্ণ হাসপাতাল সংলগ্ন মাহিনী-নাঙ্গলকোট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু কাউসার উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের বেতাগাঁও গ্রামের কোম্পানী বাড়ির মফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই যুবক নিজ বাড়ি থেকে নাঙ্গলকোট সদরে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি থানা পুলিশ জব্দ করেছে। তবে পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।