সামাজিক দূরত্ব বজায় রেখে কুমিল্লার নাঙ্গলকোটে ৪ শত ২০ জন কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরন করা হয়েছে।
আজ সোমবার (১১ মে) উপজেলা পরিষদের অর্থায়নে ও কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু এ সবজি বীজ বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, সম্প্রসারণ অফিসার বিজয় কুমার হাওলাদার ও উপসহকারী কৃষি অফিসার জুনায়েদ হাছান প্রমূখ।
করোনাভাইরাস মোকাবেলায় খাদ্য উৎপাদনে প্রনোদনা বাবদ প্রত্যেককে কৃষককে লাউ, ডেরশ, মিষ্টি কুমড়া, শসা সহ বিভিন্ন সবজির বীজ বিতরন করা হয়।