কুমিল্লা
রবিবার,২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ চৈত্র, ১৪২৯ | ৩ রমজান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

হোমনায় করোনায় আক্রান্ত শিক্ষকের গৃহকর্মীও করোনায় আক্রান্ত

ফাইল ছবি

হোমনা উপজেলার দুলালপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ও হোমনা সরকারি হাসপাতালের নার্স শান্তা আক্তারের স্বামী মো. তাজুল ইসলাম (৩৮) করোনায় আক্রান্ত হওয়ার দু’দিন পর তার গৃহকর্মীও করোনায় আক্রান্ত হয়েছে। তার নাম সাহেরা বানু (১৭)।

তার বাড়ি বি-বাড়িয়া জেলায়। আজ রবিবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার জানান, গত ১৪ মে শিক্ষক তাজুল ইসলামের করোনা রিপোর্ট পজেটিভ আসে।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


এরপর ১৫ মে তার স্ত্রী হাসপাতালের নার্স শান্তা আক্তার, দুই সন্তান, গৃহকর্মীসহ হাসপাতালের ২৭ জন কর্মীর নমুনা সংগ্রহ করে কুমেক হাসপাতালে পাঠানো হয়। আজ রবিবার এগুলোর রিপোর্ট আসে। এর মধ্যে গৃহকর্মীর সাহেরা বানুর করোনা পজেটিভ আর অন্যদের রিপোর্ট নেগেটিভ আসে।

করোনা পজেটিভ শিক্ষক তাজুল ইসলাম ও গৃহকর্মী সাহেরা বানু বর্তমানে হোমনা সরকারি হাসপাতালের কোয়ার্টারে আছেন। করোনা পজেটিভ দু’জনকে কোয়ার্টারের আলাদা দু’টি রুমে রেখে চিকিৎসা দেয়া হবে। আর তার পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

প্রকাশ, এ নিয়ে হোমনায় মোট করোনা রোগী ৪ জন। এর মধ্যে তারা দু’জন হাসপাতাল কোয়ার্টারে আর ব্র্যাক কর্মী মাসুদ রানা ব্র্যাক অফিসের একটি আলাদা কক্ষে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া হোমনার প্রথম করোনা রোগী উপজেলার মঙ্গলকান্দি গ্রামের ফাহিমা সুস্থ্য হয়েছেন। করোনায় আক্রান্তরা হাসপাতালের যে কোয়ার্টারে থাকেন সে ভবনটি লকডাউন করে দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন