মহামারী করোনা ভাইরাসের কারণে যাতে দেশে উৎপাদন ব্যবস্থা অব্যহত থাকে, সে লক্ষ্যে হোমনার ৪শ’ কৃষককে বিনামূল্যে সবজি বীজ প্রদান করা হয়েছে।
আজ রবিবার (১৭ মে) কুমিল্লা-২ হোমনা ও তিতাস আসনের এমপি সেলিমা আহমাদের নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদ মাঠে ৪শ’ কৃষকের প্রত্যেককে ৫০ গ্রাম ঢেড়স, ১০ গ্রাম ধুন্দল, চিচিঙ্গা ১০ গ্রাম, করোলা ১০ গ্রাম, পুই শাক ১০০ গ্রাম এবং ১০০ গ্রাম কলমি শাকের বীজ প্রদান করা হয়।
কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন
উপজেলা পরিষদ মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীজ বিতরণ কর্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুক্তা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ তুলে দেন ইউএনও তাপ্তি চাকমা,
পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সস্পাদক শাহিনুজ্জামান খোকন যুগ্ন-সম্পাদক গাজী ইলিয়াছ,
পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহম্মেদ জাকশি,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মোতাহার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক সেক্রেটারী মনিরুজ্জামান মনির, তাঁতীলীগের সভাপতি মো. হারুন অর- রশিদ ও ঘারমোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী মো. মনিরুজ্জামান প্রমুখ।