কুমিল্লা
শুক্রবার,২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
৭ আশ্বিন, ১৪৩০ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বুড়িচংয়ে হারিজ খান ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে মরহুম হাজী হারিজ খান ফাউন্ডেশনের উদ্যোগে আলেম-ওলামাদের এককালীন আর্থিক সম্মানী প্রদান এবং নিঃস্ব, অসহায় ও নিম্নবিত্ত পরিবারকে অর্থ সহায়তা প্রদান ও মরহুম হাজী হারিজ খানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৭ মে) সকালে হারিজ খানের ছেলে ফ্রান্স প্রবাসী এবং উষার সাবেক সভাপতি মজিবুর রহমান খান সুমনের আর্থিক তত্ত্বাবধানে ও মরহুম হাজী হারিজ খান ফাউন্ডেশনের উদ্যোগে ৮২ জন আলেম-ওলামাকে এককালীন আর্থিক সহযোগীতা এবং ২শত নিঃস্ব,অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসানের সভাপতিত্বে আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।

উপজেলা ছাত্রলীগের সাবেকসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খানের পরিচালনায় অনুষ্ঠাণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, বুড়িচং ওসি তদন্ত মাসুদ খান,হারিজ খানের ছোট ভাই ব্যবসায়ী দেলোয়ার হোসেন খোকন খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান,বুড়িচং বাজার কমিটির সেক্রেটারী মিজানুর রহমান খান।

আরোও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেল, বাকশীমুল ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউর রহমান খান হিমেল,সমাজ সেবক রেজাউল করিম,ছাত্রনেতা প্রভাষক এম.এ. হান্নান রোকন, মোঃ সেলিম,ব্যবসায়ী রুহুল আমিন,ডাক্তার শাহিন,উষার সভাপতি শরিফুল ইসলাম সাকিব,সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ খান প্রমুখ।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী মজিবুর রহমান খান সুমন বলেন,আমার পিতা মরহুম হাজী হাজির খানের আত্মার মাগফেরাত কামনায় আমরা প্রতি বছরই এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের সহযোগীতা করে আসছি। এই বছরই ফাউন্ডেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা করে সহায়তা করেছি যেন অন্যান্য ধনাঢ্য ব্যক্তিরা উৎসাহিত হয়ে অসহায় মানুষের পাশে সহযোগীতার মানসিকতা নিয়ে দাঁড়াতে পারে। আমাদের এই সহযোগীতার ধারা অব্যাহত থাকবে।

এছাড়া তিনি বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল কাদের, উষার সাবেক সভাপতি সাংবাদিক আবদুল অদুদ, আহসান হাবিব জুয়েল, মোজাফফর হোসেন বিপ্লব, মহিবুল আলম জুয়েল, বশীর আল হেলাল ,সাবেক সহ-সভাপতি রুহুল আমিন, জসীম উদ্দিন, ইঞ্জিনিয়ার আবদুল হাকিম সবুজ, মাহবুবুর রহমান, দেলোয়ার হোসেন, কাজী মামুন, মোঃ মুরাদ, ইঞ্জিনিয়ার পলক, আজিম খান, পীযুষ চন্দ্র, সুমন আহমেদ, মোঃ কাইয়ুম, রিয়াজ উদ্দিন ফাহাদী, আরিফ খান, উষা’র সাবেক সভাপতি বিএম মোস্তাফিজুর রহমান,

বর্তমান সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক গৌরব ভট্টাচার্য, সোহানুর রহমান মিশন, মামুনুর রশিদ সোহাগ, খাদিমুল ইসলাম, নাজমুল হাসান রনি, জাহিদ সহ আরো অনেকের আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সম্পন্ন করায় মরহুম হাজী হারিজ খানের পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন