কুমিল্লার লাকসামে চট্টগ্রাম ফেরত এক ব্যবসায়ীর পরিবারের ৫ জনসহ আরো ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২২ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে রয়েছে রাজঘাট-কাজীপাড়া রোডের বাসিন্দা ওই ব্যবসায়ী, তার স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে। অপর দু’জন পাশ্ববর্তী নাঙ্গলকোট থেকে লাকসামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা ২ জনের করোনা ধরা পড়ে।
আজ সোমবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল আলী।
কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন
জানা গেছে, চট্টগ্রাম ফেরত ওই ব্যবসায়ীর প্রথমে নমুনা সংগ্রহ করলে তা পজেটিভ আসে। পরে পরিবারের বাকী পাঁচ সদস্যের নমুনাও সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে সকলের রিপোর্ট পজেটিভ আসে।
এদিকে, লাকসামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে স্বেচ্ছায় নমুনা দেয়া পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার ২ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই সপ্তাহ আগে চট্টগ্রাম থেকে লাকসামের বাসায় আসেন ৫৫ বছর বয়সী ওই ব্যবসায়ী। গত বৃহস্পতিবার তিনি তার শরীরে করোনা উপসর্গের বিষয়টি স্থানীয় স্বাস্থ্য বিভাগকে অবহিত করে। পরে নমুনা পরীক্ষায় তার পজেটিভ রিপোর্ট আসে।