করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে বিভিন্ন দিক নিদের্শনা সহ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশের মাঝে হোমিও ঔষধ বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (২১ মে) বিকেলে থানার অফিস কক্ষে সকল পুলিশ অফিসার ও কনস্টেবলদের মাঝে এ ঔষধ বিতরণ করেন অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী।
কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন
জানা যায়, প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ রোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ। এরিমধ্যে সারাদেশে কয়েকশ পুলিশ করোনায় আক্রান্ত। তারি অংশ হিসেবে বসে নেই নাঙ্গলকোট থানা পুলিশ। তারা নাঙ্গলকোট উপজেলার ৫ লাখ মানুষের মধ্যে দিন-রাত ২৪ ঘন্টা সেবা দিয়ে আসছেন। তাই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য থানা পুলিশ সদস্যদের মাঝে হোমিও ঔষধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এআই ওবায়দুল হক, শফিকুল ইসলাম, সোহেল মিয়া, আনোয়ার হোসেন, আক্তার হোসেন, কামরুল ইসলাম, মাসুদ রানা এ এস আই আব্দুল কাদের, শফিকুল ইসলাম ও পান্না কানিজ প্রমূখ।