কুমিল্লা আইন কলেজের বন্ধুদের সংগঠন ‘অভিপ্রায়’ এর উদ্যোগে কুমিল্লা আইন কলেজের সাবেক ছাত্র অ্যাডভোকেট মো: মিজানুর রহমান ফিরোজের মৃত্যুতে স্মরণসভা, কোরআন খতম ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
বুধবার (১৫ জুলাই) বিকেলে আদালত এলাকায় ‘অভিপ্রায়’ এর আহ্বায়ক অ্যাডভোকেট বিমল কৃষ্ণ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচবারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল।
বিশেষ অতিথি ছিলেন অভিপ্রায় এর উপদেষ্টা আব্দুল কাদের, আব্দুল কাইয়ুম চিশতী, অ্যাডভোকেট গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন অভিপ্রায় এর সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন সুমন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো: শরীফ আহমেদ পালোয়ান।
স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম, অভিপ্রায় এর সদস্য সচিব অ্যাডভোকেট আতিকুল ইসলাম, আবদুল্লাহ আল মনছুর মজুমদার, মো: বিল্লাল হোসেন, মহিউদ্দিন আলম, মাসুক হোসেন প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন অভিপ্রায় এর উপদেষ্টা আব্দুল কাইয়ুম চিশতী অনুষ্ঠানটি। সঞ্চালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ জাফর আলী।
প্রসঙ্গত, মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ইন্তেকাল করেন।