কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুবিতে চূড়ান্ত পরীক্ষার দিনেই মিডটার্ম

সশরীরে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার দিনেই একই কোর্সের মিডটার্ম পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) এ সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেইসবুক গ্রুপগুলোতে শেয়ার হওয়ার পর সে সংবাদের মন্তব্যঘরে এমন প্রতিক্রিয়া জানান তারা।

জানা যায়, গত ৩ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো ১৩ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেয়া শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। পাশাপাশি অনেকগুলো বিভাগ তাদের মিডটার্ম পরীক্ষাও সশরীরে নেওয়া শুরু করে।

এমতাবস্থায় জনসমাগম কমানোর লক্ষ্যে সেমিস্টার চূড়ান্ত পরীক্ষার দিনই একই কোর্সের মিডটার্ম পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় এ কমিটি। যা আগামী শনিবার (১৯ জুন) থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন একইদিনে সেমিস্টার চূড়ান্ত পরীক্ষা দিয়ে আবার দুটি মিডটার্ম (প্রতিটি কোর্সের দুটি করে মিডটার্ম নেওয়া হয়) দেওয়া তাদের পক্ষে কষ্টকর হয়ে যাবে।

সোহেল ইবনে আলম নামে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থী মন্তব্য করেন, এটা অযৌক্তিক সিদ্ধান্ত। ৩ ঘন্টার সেমিস্টার দিয়ে ওই দিন আবার মিডটার্ম কেমনে দিবো। আমরা মানুষ নাকি রোবট?

ইংরেজি বিভাগের শিক্ষার্থী জয় দেবনাথ নতুন কুমিল্লাকে বলেন, এটা অবশ্যই ফালতু সিদ্ধান্ত। তিন ঘন্টা সেমিস্টার ফাইনাল দিয়ে দুইটা মিড দেয়ার এনার্জি থাকবে? আমাদের হাত কি মেশিন? সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার বলে মনে করি।

মাকেটিং বিভাগের ওসমান ফারুক নতুন কুমিল্লাকে বলেন, খুব বাজে সিদ্ধান্ত, দুইটা মিড দেওয়ার পর একটি ফাইনাল পরিক্ষায় একই সময়ে বসা থাকা কষ্টকর।

এ ব্যাপারে পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক আমিনুল ইসলাম নতুন কুমিল্লাকে বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করেই উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষকরাও স্বাস্থ্যঝুঁকি নিয়েই পরীক্ষা নিচ্ছে। তবে কোন বিভাগ একোমোডেট করতে না পারলে তারা অনলাইন কিংবা অফলাইনে মিডটার্ম পরীক্ষা গ্রহণ করতে পারবে। তবে এক্ষেত্রে অবশ্যই দায়িত্বপ্রাপ্ত ডিনদের সাথে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

এই নিয়ে রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের নতুন কুমিল্লাকে বলেন, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা ভালো জন্য করেছি, তবে শিক্ষার্থীরা যদি একই দিনে মিড ও ফাইনাল দিতে না চাই তাহলে তারা সরাসরি পরিক্ষা কমিটিকে জানাতে পারে।

আরও পড়ুন