কুমিল্লার হোমনায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে হোমনা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বুধবার (২৩ জুন) বিকেলে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর হোমনাস্থ দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে দুপুরে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা ও পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফজলুল হক মোল্লা, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন, জেলা পরিষদ সদস্য
মো. মহিউদ্দিন খন্দকার, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদেক হোসেন সরকার, আওয়ামী লীগ সদস্য মাহবুবুর রহমান খন্দকার, যুবলীগ সভাপতি খন্দকার নজরুল ইসলাম, আওয়ামী লীগ সদস্য মেজবাহ উদ্দিন সরকার, চান্দেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার মোল্লা, নিলখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার জালাল উদ্দিন, ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম গণি, দুলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সওদাগর, জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা, কৃষক লীগের আহ্বায়ক মনিরুজ্জামান সরকার, ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল সরকারসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।