কুমিল্লা
শুক্রবার,২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
৭ আশ্বিন, ১৪৩০ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুবি শিক্ষার্থীদের ভ্যাকসিন পাওয়া নিয়ে শঙ্কা

করোনা ভ্যাকসিনের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৫৩৮ জন শিক্ষার্থীর তালিকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে পাঠানো হয়েছে। তবে শিক্ষার্থীরা কবে নাগাদ পেতে পারে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইউজিসিতে তালিকা প্রেরণের প্রায় ৩ মাস পেরিয়ে গেলেও কুমিল্লা সিভিল সার্জন জানিয়েছে, কুবি শিক্ষার্থীদের তালিকা তারা পাননি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছেন প্রায় সাত হাজার। গত ফেব্রুয়ারীতে আবাসিক হলের শিক্ষার্থীদের টিকার আওতায় আনার লক্ষে শিক্ষার্থীদের তালিকা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের ১৩৮ জন, শহীদ ধীরেন্দ্রেনাথ দত্ত হলের ১১৬ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১১৫ জন এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের ১৬৯ জন শিক্ষার্থীর তালিকা পাঠানো হয়েছে।

কুমিল্লা সিভিল সার্জন ও গণমাধ্যম সূত্রে জানা যায়, কুমিল্লায় তৃতীয় ধাপে গত ১৬ জুন ৩৩ হাজার ২০০ ডোজ সিনোভ্যাক ভ্যাকসিন এসেছে। গত ফেব্রুয়ারিতে আবাসিক শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে বিশ্ববিদ্যালয় থেকে একটি তালিকা ইউজিসিতে পাঠানো হয়। সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয় হয়ে কুমিল্লা সিভিল সার্জনের পাঠালে ভ্যাক্সিন পাবার কথা শিক্ষার্থীদের।

এদিকে তালিকা অনুসারে জেলার বিভিন্ন উপজেলার চিকৎসক, স্বাস্থ্য সহকারী, সম্মুখ সারির কর্মী, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্যদের ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও খুব সহসাই টিকা পাচ্ছেন না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন অফিসার সিভিল সার্জন ড. মোঃ মোবারক হোসেন বলেন, এখন পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভ্যাক্সিনের দেওয়ার তালিকা আমাদের হাতে আসেনি। তালিকা হাতে পেলে আমরা দ্রুত তাদের জন্য টিকার ব্যবস্থা করবো।

এ বিষয়ে ভ্যাক্সিন কার্যক্রম কতটুকু এগিয়েছে জানার জন্য যোগাযোগ করা হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ আবু তাহের বলেন, আমরা আবাসিক শিক্ষার্থীদের তালিকা ইউজিসিতে পাঠিয়ে দিয়েছি। তবে অনাবাসিক শিক্ষার্থীদের ভ্যাক্সিনের তালিকা কবে করা হবে তা নিশ্চিত ভাবে বলতে পারছিনা।

আরও পড়ুন