কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭৩ জনে।
সোমবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টায় জেলা সিভিল সার্জন মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন কুমিল্লাকে তিনি জানান, ২৪ ঘন্টায় ৫২৮ জনের নমুনা পরীক্ষায় ১৭৫ জনের পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৪ হাজার ২৫ জন। আক্রান্তের হার ৩৩ দশমিক ১শতাংশ।
এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১০৩ জন, আদর্শ সদরে নয়জন, সদর দক্ষিণে তিনজন, বুড়িচংয়ে চারজন, ব্রাহ্মণপাড়ায় পাঁচ জন, চৌদ্দগ্রামে পাঁচ জন, চান্দিনায় ছয়জন, দেবিদ্বারে ১১জন, দাউদকান্দিতে পাঁচ জন, লালমাইতে তিনজন, নাঙ্গলকোটে একজন, বরুড়ায় দশজন, মনোহরগঞ্জে দুইজন, মুরাদনগরে একজন, তিতাসে দুইজন এবং হোমনা উপজেলায় চারজন রয়েছে।
সিভিল সার্জন বলেন, মৃত তিনজনের মধ্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় একজন, চৌদ্দগ্রামে একজন এবং বরুড়ায় একজন রয়েছে।
দিকে আক্রান্তদের মধ্যে থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ জন। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৩৪জন, চান্দিনায় দুইজন এবং সদর দক্ষিণে চারজন রয়েছে। এনিয়ে কুমিল্লায় মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৫০ জন রোগী।