নারী ফুটবল লিগে সহজ জয় পেয়েছে কুমিল্লা ইউনাইটেড। মঙ্গলবার (২৯ জুন) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে কুমিল্লা ইউনাইটেডের মেয়েরা ৫-০ গোলে হারিয়েছে সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাবকে।
আঁখি ও রেহেনা আক্তার করেছেন দুটি করে গোল। অন্য গোলটি করেছেন রোজিনা আক্তার।
প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে কুমিল্লার মেয়েরা দ্বিতীয়ার্ধে আরও ২ গোল করে জয়ের ব্যবধান বড় করে।
অন্য ম্যাচে জামালপুর কাচারিপাড়া একাদশ ২-০ গোলে হারিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমিকে।
গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে ম্যাচটি নিজেদের করে নেয় জামালপুরের মেয়েরা। গোল করেছেন রত্না ও কানন রানী।