করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয়দিনে বিনা কারণে বের হওয়ায় কুমিল্লা জেলা জুড়ে সোয়া ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ জুলাই) রাত ৮টার দিকে জেলা প্রশাসক মো. কামরুল হাসান নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কঠোর বিধিনিষেধে আজ দ্বিতীয় দিনে সরকারি আদেশ উপেক্ষা করে চলেছে কুমিল্লা তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা জুড়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৯৬টি মামলা করা হয়েছে। এ সময় অর্থদণ্ড হিসাবে ৩ লাখ ১৭ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়।’
জেলা প্রশাসক মো. কামরুল হাসান আরও বলেন, ‘কুমিল্লায় নগরীসহ মোট ১৭ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৪৩টি ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনীর ৮টি টিম, ৩ প্লাটুন বিজিবির, র্যাবের ২টি টিম, পুলিশের ৫২টি টিম, আনসারবাহিনীর ৬টি টিমসহ সর্বমোট ৭১টি টিম কাজ করেছে। বিনা প্রয়োজনে যারা বের হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে ভ্রাম্যমাণ আদালত।’