কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্বে সফিকুল ইসলাম

ড. সফিকুল ইসলাম

আগামী ১৬ মে শেষ হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর মেয়াদ। ফলে ১৭ মে থেকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সফিকুল ইসলাম কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতার দায়িত্ব পালন করবেন।

রোববার (১৫ মে) সকালে ড. সফিকুল ইসলাম অফিস আদেশ প্রাপ্তির বিষয়টি নতুন কুমিল্লাকে নিশ্চিত করে বলেন, গত ১১ মে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ শামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে কুসিকের প্রধান নির্বাহীকে দায়িত্ব গ্রহণের অফিস আদেশ দেওয়া হয়েছে।

ওই আদেশে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৬ ধারা অনুযায়ী আগামী ১৬ মে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের মেয়াদ শেষ হবে। ইতোমধ্যে নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। তাই আগামী ১৭ মে থেকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিটি করপোরেশনের ‘প্রশাসনিক ও আর্থিক’ ক্ষমতার দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে কুসিক মেয়র মনিরুল হক সাক্কু নতুন কুমিল্লাকে বলেন, মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত ভালো হয়েছে, প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ প্রক্রিয়া ঝামেলা, তাই নির্বাচন পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করতে সমস্যা হওয়ার কথা না।

২০১২ এবং ২০১৭ সালের কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে দুই মেয়াদে মেয়র নির্বাচিত হন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু। আসন্ন সিটি নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতি মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার সংখ্যা দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন।

আরও পড়ুন