কুমিল্লা
বৃহস্পতিবার,২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ আশ্বিন, ১৪৩০ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বহিষ্কারের হুমকি পাত্তা দিচ্ছেন না সাক্কু

মনিরুল হক সাক্কু

কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) দুইবারের মেয়র মনিরুল হক সাক্কু ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে- এমন খবর ইতোমধ্যে গণমাধ্যমে এসেছে। কিন্তু বহিষ্কারের এমন ‘হুমকি’ পাত্তা দিচ্ছেন না সাক্কু। উল্টো তিনি বলছেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নগরীর উন্নয়নে অনেক টাকা দিয়েছেন। তবে কাজই শুরু করতে পারিনি। ২৭টি ওয়ার্ডের লোকজন, দলীয় নেতাকর্মী, সমর্থক ও লাখো মানুষ চায় আমি নির্বাচনী লড়াইয়ে থাকি। তাই অবশ্যই নির্বাচন করব।’ আগামী ১৭ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করবেন বলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে, কুসিকে নৌকার মনোনয়ন পেয়েছেন সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিনের অনুসারী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। তিনি মহানগরীতে বিরাজমান দলীয় কোন্দল নিরসন ও নৌকার মনোনয়নপ্রত্যাশী অপর ১৩ জনকে নিয়ে প্রচার চালিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে আশাবাদ ব্যক্ত করেছেন।

২০১২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত কুসিকের প্রথম নির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ করে নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করে নৌকার প্রার্থী অধ্যক্ষ আফজল খানকে হারিয়ে প্রথম মেয়র নির্বাচিত হন মনিরুল হক সাক্কু। ২০১৭ সালের ৩০ মার্চ বিএনপির মনোনয়নে সাক্কু নৌকার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো কুসিকের মেয়র হন। কিন্তু এবার কুসিকের তৃতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন এমপি বাহারের অনুসারী আরফানুল হক রিফাত।

মহানগরীতে এমপি বাহার ও মেয়র সাক্কুর ‘ঘনিষ্ঠতা’ রয়েছে। তাই রিফাতের নৌকার মনোনয়ন লাভের খবরে সাক্কু নির্বাচনী মাঠে থাকছেন না এমন খবর চাউর হতে শুরু করে। যদিও শুক্রবার রাত থেকে সাক্কুর অনুসারীরা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর নির্বাচনী মাঠে থাকা, প্রার্থী হওয়া ও বিজয়ের বিষয়ে আশাবাদী বলে প্রচার চালান। অপরদিকে মনোনয়নপত্র দাখিল করলে তিনি বিএনপি থেকে বহিস্কৃত হবেন এমন প্রচারও চলছে জোরেশোরে।

নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ জেলা আওয়ামী লীগের কয়েকজন প্রবীণ নেতা বলেন, নির্বাচনী মাঠে সাক্কুর মতো একজন হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করে নৌকাকে তীরে ভেড়াতে এমপি বাহার ও রিফাতকে অনেক ঘাম ঝরাতে হবে। তবে গতকাল বিকেলে নৌকার প্রার্থী রিফাত সমকালকে বলেন, যারা নৌকার মনোনয়নপ্রত্যাশী ছিলেন সবাইকে নিয়ে কাজ করব। তারা যেন নৌকার প্রচারে অংশ নেয় সেই আহ্বানও জানাব। তিনি বলেন, কোন্দল ও মান-অভিমান ভুলে আশা করি সবাই নৌকার বিজয়ের জন্য কাজ করবে।

নৌকার মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে অন্যতম ছিলেন সংরক্ষিত আসনের এমপি ও প্রয়াত আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা। সদর আসনের এমপির সঙ্গে তাদের পরিবারের রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের। তাই নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়ে সীমা সমকালকে বলেন, নেত্রী এ মনোনয়ন দিয়েছেন। আমরা নেত্রীর সিদ্ধান্তের বাইরে যেতে পারি না, যাবও না। তাই নৌকার বাইরে গিয়ে অন্য কাউকে সমর্থন করার প্রশ্ন আসবে কেন?

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মনিরুল হক বলেন, আমি দুইবারের নির্বাচিত মেয়র। ২৭টি ওয়ার্ডে আমার অনেক নেতাকর্মী, সমর্থক রয়েছে। এ ছাড়া লাখো মানুষ আমাকে ভালোবাসে। তারা চায় আমি নির্বাচন করি। নগরীর অনেক সমস্যার সমাধান এখনও করতে পারিনি। তাই নির্বাচিত হয়ে এসব সমস্যা সমাধান করতে চাই। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ কেন- এমন প্রশ্নে সাক্কু বলেন, সিটি নির্বাচন স্থানীয় সরকারের নির্বাচন। এটা তো জাতীয় নির্বাচন নয়, এখানে স্বতন্ত্র প্রতীকে আমি নির্বাচন করতেই পারি। এর আগেও আমাকে কেন্দ্রীয় বিএনপির সদস্যের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এখন যদি জেলা বিএনপি থেকেও বহিষ্কার করে তাহলে কী করব, আমার তো কিছুই করার নেই। সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন তো সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কঠোর বার্তা দিচ্ছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আমিই বিজয়ী হবো। এদিকে সাক্কু ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। তিনি দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিনের শ্যালক। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কায়সার জানান, তাঁর অনুসারী নেতাকর্মীদের অনুরোধে তিনি প্রার্থী হতে যাচ্ছেন। ১৭ মে মনোনয়নপত্র দাখিল করবেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, এ সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনেই যাচ্ছি না। কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশ নিলে বিষয়টি দলের হাইকমান্ড থেকেই সিদ্ধান্ত আসবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। এটা দলের নীতিগত সিদ্ধান্ত। এটার কোনো পরিবর্তন হবে না। বিএনপির কোনো নেতাকর্মী এই নির্বাচনে স্বতন্ত্রভাবেও অংশ নিতে পারবে না।

তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার সংখ্যা দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন।

আরও পড়ুন