ভোরের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় কুমিল্লার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে হাজির হয়ে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আরফানুল হক রিফাত এ মামলার আরজি দাখিল করেন।
দুপুর সাড়ে ১২টায় রিফাতের আইনজীবী মাসুদুর রহমান শিকদার নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইকতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার মুহাম্মদ রুহুল আমিন ও স্টাফ রিপোর্টার (কুমিল্লা) এম ফিরোজ মিয়া।
মাসুদুর রহমান শিকদার বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আরফানুল হক রিফাত উদ্দেশ্যে করে গত ১৫ মে দৈনিক ভোরের কাগজ পত্রিকায় ”কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কাণ্ডারি” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে।
পত্রিকাটির কর্তৃপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করায় সামাজিকভাবে আরফানুল হক রিফাতের সম্মানহানি ঘটে। সংবাদ প্রকাশের দিনেই আমরা পত্রিকা অফিসে প্রতিবাদ লিপি প্রেরণ করি। অজ্ঞাত কারণে তারা আমাদের প্রেরিত প্রতিবদও প্রকাশা করেননি। তাই মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পত্রিকার প্রকাশক ও সম্পাদকসহ পাঁচজনকে আসামি করে আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলার আরজি দাখিল করেছি।